𝐔𝐧𝐥𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐆𝐦𝐚𝐢𝐥 Account Create without 𝗣𝗵𝗼𝗻𝗲 𝗡𝘂𝗺𝗯𝗲𝗿

 আজ আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করব, তা হলো:

banner


Number ছাড়াই Unlimited Gmail তৈরি করবেন
জিমেইল তৈরির সময় অবশ্যই সময় দিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। নতুবা দেখা যাবে আপনি জিমেইল তৈরি করতে পেরেছেন তবুও নাম্বার ভেরিফাই করতে হচ্ছে

Download Link – 1 : ( Google Drive )
Or, Download Link – 2 : ( Telegram )

Download Link: (Google Play Store)


১, এজন্য প্রথমে Via Browser – Fast & Light App ইন্সটল করে Open করি

২, Agree বাটনে ক্লিক করি

৩, Google লিখে সার্চ করি, চিত্রের মতো I’m not a robot পেইজ আসলে নাম্বার ছাড়া জিমেইল তৈরি করতে পারবেন না, তৈরি করতে গেলে I’m not a robot আসবে, আর নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলবে

৪, যেহেতু একবার হয় নি, তাই Via Browser অ্যাপের Data Clear করি

৫, আবার Via Browser Open করে Google লিখে সার্চ করি ( যেহেতু আমি মোবাইলের হটস্পট ব্যবহার করছি, সেজন্য নেটওয়ার্ক স্পিড কম পাচ্ছে, আর I’m not a robot আসছে)

৬, এখন দুই নাম্বার সিমের ডাটা ব্যবহার করে দেখাব, এজন্য Force Lte (4G/5G) অ্যাপ ইন্সটল করে Open করি । আমার ফোন Android 10 সেজন্য Method 1 সিলেক্ট করে Phone 0 অপশনে ক্লিক করি ।এই অ্যাপ ব্যবহার করে আপনি আপনার সিমের ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন

৭, Phone 1 সিলেক্ট করে LTE Only সিলেক্ট করি

৮, এরপর IP Changer + History App এ গিয়ে (অ্যাপটি Old version কারো কারো ফোনে কাজ নাও করতে পারে) Change IP Address এ ক্লিক করি

৯, Airplane Mode / Flight Mode On করে Off করি

১০, আবার Via Browser এ গিয়ে Google লিখে Search করে চেক করি, I’m not a robot পেইজ আছে কি নেই?

১১, থাকলে App Data clear করে IP Changer অ্যাপে গিয়ে IP change করি

১২, এরপরে আবার Via browser এ গিয়ে Google লিখে সার্চ করি, এইবার সার্চ করার সময় নেটওয়ার্কের স্পিড অনেক বেশি ছিল তাই সার্চ হয়েছে । এখন Signin এ ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন এ ক্লিক করি

১৩, এরপর “আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য” সিলেক্ট করে যেকোনো একটা নাম লিখে পরবর্তী সিলেক্ট করি

১৪, প্রাথমিক তথ্যগুলো পূরণ করে পরবর্তীতে ক্লিক করি, এখন যেকোনো জিমেইল আইডি সিলেক্ট করে পরবর্তী তে ক্লিক করি

১৫, এই দেখুন নাম্বার ছাড়াই জিমেইল তৈরি হয়ে গেল

১৬, এখন রিকভারির জন্য একটা জিমেইল লিখে পরবর্তিতে ক্লিক করি । আপনার জিমেইল তৈরি শেষ, এখন একাউন্টের তথ্য পর্যালোচনা করতে পরবর্তীতে ক্লিক করুন

১৭, নিচের ছবির মতো অপশনে ক্লিক করে, “আমি সম্মত” বাটনে ক্লিক করি

১৮, এইভাবে আপনি Via browser দিয়ে আনলিমিটেড জিমেইল খুলতে পারেন

১৯, একই পদ্ধতিতে আপনি আপনার ফোনেও Account সেকশন থেকেও জিমেইল তৈরি করতে পারবেন।

২০, আমার তৈরি জিমেইলের একাংশ

এইভাবে আপনি প্রতিদিন নিশ্চিন্তে ৪/৫ টা জিমেইল তৈরি করতে পারবেন, আর আনলিমিটেড খুলতে নিচের লেখা পড়ুন

জিমেইল খুলতে কয়েকটি বিষয়ে লক্ষ্য করুন

১, আপনি প্রথমেই নিশ্চিত করুন আপনার নেটওয়ার্ক স্পিড অনেক বেশি । স্পিড কম থাকলে গুগল আপনাকে রোবট বানিয়ে দিবে । সাধারণত স্পিড দেখে মনে হয় বেশি আছে। কিন্তু যখন আপনি যেকোনো লিংকে প্রবেশ করতে চান, ঠিক ওই মুহুর্তে নেটওয়ার্ক স্পিড ব্রেক করলে চলবে না

২, আইপি চেঞ্জার ব্যবহার নাম্বার ছাড়া জিমেইল খুলতে অনেক সাহায্য করে । তবে Express vpn, Nord Vpn, HMA Vpn এসব ভিপিএন দিয়ে USA আইপি সিলেক্ট করে জিমেইল তৈরি করলে ৯০% জিমেইলই নাম্বার ছাড়া খুলা সম্ভব
৩, জিমেইল খুলতে মাঝেমধ্যে incognito mode ব্যবহার করুন
৪, নাম লিখার সময় সহজ নাম ব্যবহার করুন( Rahim, Karim… এসব) এগুলো বেশি ব্যবহৃত, এতে I’m not a robot অপশন কম আসবে ।
৫, জিমেইল আইডি সিলেক্ট না করে জিমেইল আইডি তৈরি করে নিবেন, দুই/তিনবার কমন আইডি দিয়ে পরে ইউনিক আইডি দিয়েন
৬. পাসওয়ার্ড লিখার সময়ও (i) প্রথমে ৫/৬ অক্ষর দিয়ে পাসওয়ার্ড লিখুন (ii) পরে পাসওয়ার্ড এ ৳ রেখে দিন, (iii) এরপরে সঠিক পাসওয়ার্ড লিখেও Confirm Password এ ভুল পাসওয়ার্ড দিন (iv) সবশেষে সুন্দর জটিল একটা পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করুন
৭, দুই-তিনটা জিমেইল তৈরি শেষে ফোন ১৫-২০ মিনিট Flight mode করে এবং On, Off করতে পারেন
৮, একবার Search করে I’m not a robot পেইজ না আসলেও হোমপেইজ থেকে আরও দুই/তিন বার অন্য কোনো Keyword লিখে সার্চ করে নিশ্চিত হয়ে একাউন্ট খুলুন
৯, এরপরেও অনেকেই জিমেইল তৈরি করার পরেও Number দিয়ে ভেরিফাই করতে বলবে, এই সমস্যার একটাই সমাধান একটা জিমেইল তৈরি করতে ১০ মিনিট ব্যবহার করুন

আর আমি এসব নিয়ম ফলো করে একদিনে ৮-১০ টি জিমেইল তৈরি করতে পারি, সত্যি বলতে আনলিমিটেড বললেও একদিনে আমি ১০-১২ টার বেশি কখনো পারি নি ।


আমার পোস্ট নিয়ে মত জানাতে পারেন । আমি জানি, অনেকেই সফল হতে পারবেন না, তবুও অল্প কিছু শিখতে পারলেও আমার কষ্ট সার্থক । আপনাদের সুন্দর পরামর্শ আশা করছি

জাজাকাল্লাহ খাইরান ♥

0 Comentarios

Follow Me On Instagram