Story of Bangladeshi Freelancer & Entrepreneur Saimim Islam Rabbi, CEO Sarkar It Solution
Saimim Islam Rabbi, CEO Sarkar It Solution
সাইমীম ইসলাম রাব্বি একজন সফল ফ্রিল্যান্সার। বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট কাজ করছেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও কনসালটেন্ট হিসেবে। তিনি University of Asia Pacific - UAP থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।বর্তমানে তিনি গড়ে তুলেছেন অনলাইন ভিত্তিক ডিজিটাল মার্কেটিং এজেন্সি Sarkar It Solution।
বর্তমানে তিনি এর মাধ্যমে পেইড ট্রাফিক, ফেসবুক পেইড মার্কেটিং, গ্রোথ হ্যাকিং, রি-মার্কেটিং/রি-টার্গেটিং, কনভার্সন রেট অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং/ ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে থাকে।Sarkar It Solution ১৪ টি দেশের মোট ১২০ এর অধিক প্রতিষ্ঠানকে ডিজিটাল মার্কেটিং এ সহায়তা দিয়ে আসছে।
Sarkar It Solution বিভিন্ন কোম্পানির বিজনেস ডেভেলপমেন্টের সেক্টর গুলো নিয়ে কাজ করছে।
সাইমীম ইসলাম রাব্বি জানান, ‘বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করতে গিয়ে সফটি ডিজিটালের মাধ্যমে আমার অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমি আমার এজেন্সিকে আজকে এই অবস্থানে নিয়ে এসেছি। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তনশীল। কার্ড, লিফলেট, পোস্টার, রেডিও টিভিতে বিজ্ঞাপন থেকে আজকের পৃথিবী ডিজিটাল মার্কেটিং এর দিকে ধাবিত হয়েছে। তারাই এগিয়ে থাকে যারা সময়ের চাহিদা অনুযায়ী নিজেদের উন্নতির ধারা অব্যাহত রাখে। তেমনি বর্তমান ডিজিটাল পৃথিবীতে ফেসবুক মার্কেটিং বিষয়ে সম্যক ধারণা থাকা খুবই প্রয়োজনীয় একটি দক্ষতা। যেকোন ধরণের ছোট-বড় ব্যবসার উন্নতির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় মাধ্যম হলো ফেসবুক মার্কেটিং। বর্তমানে বাংলাদেশের প্রায় আট কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে থাকে। তারমধ্যে ফেসবুক ব্যবহার করে প্রায় তিন কোটি আশি লাখ। তাই এই সময়ের মার্কেটিং তথা ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম মাধ্যম হলো ফেসবুক মার্কেটিং। শুরুর দিকে ফেসবুক মার্কেটিং ধীরগতিতে চালু হলেও বর্তমানে তা ব্যাপক ভাবে বিস্তার লাভ করেছে। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বর্তমানে প্রচুর ছোট-বড় প্রতিষ্ঠান সাফল্যের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছে।
Sarkar It Solution যাত্রা সম্পর্কে সাইমীম ইসলাম জানান, তার আপওয়ার্ক টপ রেটেড একাউন্ট হওয়ার পরে থেকে তার মাথায় নিজের এজেন্সি প্রতিষ্ঠার চিন্তা আসে। মার্কেটপ্লেসের বাইরে নিজের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার চিন্তা থেকেই Sarkar It Solution যাত্রা। শুরুতে Sarkar It Solution থেকে শুধুমাত্র ফেসবুক এডভার্টাইজিং এর সার্ভিস দেওয়া হতো কিন্তু Sarkar It Solution এখন পরিপূর্ণ একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে রূপান্তরিত হয়েছে। একটি কোম্পানি গ্রো করার জন্য যে সকল ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রয়োজন সকল ধরনের ডিজিটাল মার্কেটিং সার্ভিস এখন সফটি ডিজিটাল প্রদান করে থাকে। ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিংকডইন মার্কেটিংসহ সোসাল মিডিয়া সকল ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে সফটি ডিজিটাল।
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ। কারণ মানুষ এখন যেকোন পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পন্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে। তাছাড়া মানুষ এখন দোকানে ঘুরে ঘুরে না কিনে, অনলাইন থেকেই বেশিরভাগ কেনাকাটা করে থাকে। অনলাইন বাজার ব্যবস্থা সম্পূর্ণভাবে ডিজিটাল মার্কেটিং এর ওপর নির্ভরশীল। আপনি যদি এখনই আপনার প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল মার্কেটিং নিয়ে চিন্তা না করে থাকেন তাহলে আপনার ব্যবসার প্রসার কোনোভাবেই সম্ভব নয়, এই বাজার ব্যবস্থায় টিকে থাকতে পারবেন না। কারণ আপনার পণ্য সম্পর্কে যদি মানুষ অনলাইনে জানতেই না পারে, কিংবা আপনার পণ্য যদি অনলাইনে কিনতে না পারে, তাহলে কোন ক্রেতাই আপনার পণ্য কিনবে না। আর Sarkar It Solution এই পণ্যগুলোরই মার্কেটিং করে থাকে।
0 Comentarios